thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

খালেদ খান স্মরণে বিভিন্ন সংগঠনের আয়োজন

২০১৩ ডিসেম্বর ২৩ ১৮:৪৪:১৮
খালেদ খান স্মরণে বিভিন্ন সংগঠনের আয়োজন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সদ্যপ্রয়াত নাট্যজন খালেদ খান স্মরণে পৃথক পৃথক নাগরিক শোকসভার আয়োজন করতে যাচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ২৪ ডিসেম্বর বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে তার স্মরণে শোকসভা করবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান-এর চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে শোকসভায় আলোচনা করবেন বিশিষ্ট নাট্যজনেরা।

অন্যদিকে তার দীর্ঘদিনের স্মৃতিময় সংগঠন ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর সহকর্মী ও সতীর্থরা আলোচনা ও সাংস্কৃতিক কর্মযজ্ঞের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করবে ২৫ ডিসেম্বর। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিকাল ৪টায় এ অনুষ্ঠান শুরু হবে। একইদিন একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাট্য সংগঠন ‘স্বপ্নদল’ খালেদ খানকে উৎসর্গ করে কবিগুরুর লেখা ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়ন করবে।

৫ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পীত’ আলোচনা ও গানের মধ্য দিয়ে খালেদ খানকে স্মরণ করবে।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর