thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

মিসরে মুরসিপন্থীদের সাংবিধানিক গণভোট বর্জন

২০১৩ ডিসেম্বর ২৩ ১৯:৪২:০৫
মিসরে মুরসিপন্থীদের সাংবিধানিক গণভোট বর্জন

দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পন্থী রাজনৈতিক জোট সাংবিধানিক গণভোট বর্জনের ঘোষণা দিয়েছে। দেশটির জন্য নতুন সংবিধান প্রণয়নে আগামী ১৪-১৫ জানুয়ারির এই গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর সিনহুয়ার।

মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির ওয়েবসাইটে জোটের বরাত দিয়ে রবিবার বলা হয়, নতুন এই খসড়া সংবিধান সামরিক শাসেকের তৈরি একটি অকার‌্যকর দলিল।

বিবৃতিতে বলা হয়, ২০১২ সালে ইসলামপন্থীদের প্রণীত সংবিধান এখনও কার‌্যকর আছে এবং বর্তমান শাসকদের ক্ষমতা থেকে নামাতে তাদের বিক্ষোভ অব্যহত থাকবে।

উল্লেখ্য, গত জুলাইয়ে মোরসিকে ক্ষমতাচ্যূত করার পর থেকে প্রায় প্রতিদিনই দেশটিতে সেনা শাসকদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটছে।

এদিকে মিসরের অন্তবর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর এই গণভোটকে দেশটির গণতান্ত্রিক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এতে ‘হা’ ভোট প্রদানে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর