thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিজয় দিবস হকির শিরোপা আবাহনীর

২০১৩ ডিসেম্বর ২৩ ১৯:৪৭:৩২
বিজয় দিবস হকির শিরোপা আবাহনীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস হকির শিরোপা ঘরে তুলেছে আবাহনী। সোমবার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৭-১ গোলে হারিয়েছে অভিজাত পাড়ার দলটি।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে শুরুতে ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল সেনাবাহিনী। প্রতিপক্ষের মুর্হূমুর্হূ আক্রমণ তারা ঠেকিয়ে রেখেছিল ২০ মিনিট পর্যন্ত। ২১ মিনিট থেকেই ভেঙ্গে গেছে তাদের প্রতিরোধ; লণ্ডভণ্ড হয়ে গেছে রক্ষণদুর্গ। পেনাল্টি কর্নার পেয়েছে আবাহনী। সুযোগ মিস করেননি আশরাফুল (১-০)।

৩১ মিনিটে পুস্কর ক্ষিসা মিমো ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন (২-০)। ৩৮ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে দলের পক্ষে তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেছেন আশরাফুল। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আবাহনী।

৪৫ মিনিটে মিলন হোসেনের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করেছে সেনাবাহিনী (১-৩)। এর পরই ব্যবধান আরও বাড়িয়েছেন আবাহনীর খোরশেদুর রহমান (৪-১)। ৬৫ মিনিটে শেখ মোহাম্মদ নান্নু, ৬৬ মিনিটে পুস্কর এবং ৬৭ মিনিটে হাসান যুবায়ের নিলয় গোল করলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী।

শিরোপা জয়ী আবাহনীর কোচ মাহবুব হারুনের চোখ এখন ক্লাব কাপের দিকে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আবাহনীর ৪-৫জন খেলোয়াড় বিকেএসপির। বাকিরা পুরনো খেলোয়াড়। আমরা পরিকল্পনা মোতাবেক খেলেছি। বিশেষ করে পেনাল্টি কর্নারগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। শিরোপা জিতে আমাদের প্রাথমিক টার্গেট পূরণ হয়েছে। এখন আমাদের দৃষ্টি আসন্ন ক্লাব কাপ হকির শিরোপায়।’

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আবাহনীর আশরাফুল ইসলাম। ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সেনাবাহিনীর আব্দুল মালেক। ফেয়ার প্লে ট্রফি জিতেছে বাংলাদেশ পুলিশ দল।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর