thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

বান্দরবানে ৫ মিয়ানমার নাগরিককে পুশব্যাক

২০১৩ ডিসেম্বর ২৩ ১৯:৪৯:২১
বান্দরবানে ৫ মিয়ানমার নাগরিককে পুশব্যাক

বান্দরবান সংবাদদাতা : অবৈধ অনুপ্রবেশের দায়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আটক মিয়ানমারের পাঁচ নাগরিককে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সন্ধ্যায় প্রয়োজনীয় খাবার সামগ্রী দিয়ে তাদের পুশব্যাক করা হয়।

বিজিবি ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ হাসান জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে চলতি মাসে ৯২ জন মিয়ানমারের নাগরিককে আটক করে সে দেশে পুশব্যাক করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম-তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শিশুসহ পাঁচ মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় খাবার সামগ্রী দিয়ে ঘুমধুম সীমান্ত পথে পুশব্যাক করা হয়েছে।

আটকদের বাড়ি মিয়ানমারের আকিয়াব প্রদেশের মণ্ডু এলাকায় বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর