thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু মঙ্গলবার

২০১৩ ডিসেম্বর ২৩ ১৯:৫০:২৩
জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু মঙ্গলবার

জাবি প্রতিবেদক : ‘দ্রোহের মন্ত্রে জাগি বিজয় হুঙ্কারে’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হচ্ছে ‘বিজয়, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতার ৪২ বছর’।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা ২৪ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার বিকেলে এ কথা জানানো হয়।

ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ২৫ ও ২৬ ডিসেম্বর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২টি দল অংশ নেবে। সেলিম আল দীন মুক্তমঞ্চে ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হবে।

সমাপনী অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর