thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টেনিস খেলোয়াড়দের খোঁজে মহেশ-সানিয়া

২০১৩ ডিসেম্বর ২৩ ১৯:৫৩:৪২
টেনিস খেলোয়াড়দের খোঁজে মহেশ-সানিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : ভারত এবার টেনিস খেলোয়াড়দের খোঁজে নেমেছে। সেখানে নেতৃত্ব দেবেন মহেশ ভূপতি, রোহন বোপান্না আর সানিয়া মির্জা। তারা পেশাদার ট্যুরে বছরভর খেলার ফাঁকে যখনই সম্ভব ভারতীয় টেনিস প্রতিভা খুঁজে বের করবেন। এ জন্য তারা দেশে থাকার সময় বাণিজ্যিক প্রচারের কাজ কমিয়েও বিভিন্ন শহরে স্পটার হিসেবে কাজ করবেন।

মুম্বাইয়ে ভারতীয় টেনিস খেলোয়াড়দের সংস্থা বা আইটিপিএর বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইটিপিএ সভাপতি জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, ‘এর জন্য ওই ৩ খেলোয়াড়কে নিয়ে একটা সাব কমিটিও তৈরি করেছি আমরা। মহেশ-সানিয়ারা যাদের স্পট করবে তাদের সমস্ত টেনিস-চর্চার ব্যাপারে সাহায্য করবে আইটিপিএ।’

দেশজ টেনিস প্রতিভা খোঁজার কাজ আইটিপিএ যেন এ দিনই শুরু করে দিয়েছে। গত রবিবারই খার জিমখানার কোর্টে মুম্বাইয়ের বিভিন্ন টেনিস সেন্টারের পঞ্চাশের বেশি শিক্ষার্থীকে নিয়ে ক্লিনিক করেছেন আইটিপিএর অন্যতম সহ-সভাপতি লিয়েন্ডার পেজ।

আইটিপিএর অর্থ তহবিল গড়তে ১২ জুটির ২ দিনের ডাবলস টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন মহেশ-সাকেন মিনানি এবং বোপান্না-বিষ্ণু জুড়ি। প্রো-অ্যাম ডাবলসে খার জিমখানার ৪ সদস্যকে জুটি নিয়ে প্রদর্শনী ম্যাচ খেলেছেন মহেশ, বোপান্না, বিষ্ণু, পূরব। স্থায়ী ট্রেনিং সেন্টার বাছা হয়েছে হায়দরাবাদে সানিয়া মির্জার টেনিস অ্যাকাডেমিকে। বছরে ২ বার সেখানে দেশের সিনিয়র তারকা-উঠতি জুনিয়র প্লেয়ারদের নিয়ে ৭ বা ১০ দিনের অনুশীলন শিবির বসবে। তেমনই সংস্থার অর্থ তহবিল বাড়াতে বছরে ২ টো প্রদর্শনী টুর্নামেন্ট করবে আইটিপিএ। আপাতত পরের টুর্নামেন্টটা উইম্বলডনের পর জুলাইয়ে হবে। ঠিক হয়েছে এবং খুব সম্ভবত হায়দরাবাদে।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর