thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

২০১৩ ডিসেম্বর ২৩ ২০:০৯:২৭
গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

গাইবান্ধা সংবাদদাতা : জেলার গোবিন্দগঞ্জে পাওনা টাকা আদায় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে ঠান্ডা মিয়া (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

ঠান্ডা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, তিনি মারপিটের বিষয়টি শুনেছেন। তবে মৃত্যুর বিষয়টি অবগত নন।

স্থানীয়রা জানান, ঠান্ডা মিয়ার সঙ্গে পাওনা টাকা আদায় নিয়ে একই গ্রামের উজ্জল মিয়া (১৮) ও আপেল মিয়ার (২০) মধ্যে শুক্রবার রাতে বাকবিতণ্ডা হয়। পরে উজ্জল ও আপেল ঠান্ডা মিয়াকে মারধর করে। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এমএমআরএম/এমএইচও/এমএআর/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর