thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মাদারীপুরে মায়ের সামনে শিশু হত্যা

২০১৩ ডিসেম্বর ২৩ ২০:১৫:১৫
মাদারীপুরে মায়ের সামনে শিশু হত্যা

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সত্যেন বেপারীর শিশুপুত্র সাম্য বেপারীকে তার মায়ের সামনে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজৈর থানার ওসি মনিরুজ্জামান জানান, সোমবার সকালে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মল্লিকার মামা নিত্যানন্দ হালদার জানান, তার ভাগ্নে মল্লিকা বেপারী কোলের শিশুপুত্রকে নিয়ে রবিবার রাতে ঘুমিয়ে পড়লে মুখোশধারী দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ সময় তারা মল্লিকার ওপর হামলা চালায়। এ সময় তার শিশুপুত্র সাম্য চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে গলা টিপে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরো জানান, দুর্বৃত্তদের হামলায় তার ভাগ্নে মল্লিকা বেপারীর মুখে কাপড় দিয়ে ও গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে।

মল্লিকা বেপারীর স্বামী সত্যেন বেপারী এ সময় তার কর্মস্থল টেকেরহাট ইউনিলিভার কোম্পানীর অফিসে ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএইচটি/এসবি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর