thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি সাময়িক বরখাস্ত

২০১৩ ডিসেম্বর ২৩ ২০:৩১:৩২
সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি সাময়িক বরখাস্ত

সোহেল রহমান, দ্য রিপোর্ট : হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক এই ডিএমডি হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বর্তমানে কারাগারে আটক আছেন। ২০১২ সালের ২৬ জুলাই তাকে গ্রেফতার করা হয়।

হলমার্ক কেলেঙ্কারির অভিযোগে মামলা দায়েরের পর আতিকুর রহমানকে সোনালী ব্যাংকের ডিএমডি পদ থেকে প্রত্যাহার করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১২ সালের ২৬ জুলাই গ্রেফতারের দিন থেকে এই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে। তবে সরকারি চাকরি বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা (শেরাটন হোটেল) শাখা থেকে নানা কারসাজি করে মোট ২ হাজার ৭৩১ কোটি টাকা বের করে নেয়। পাশাপাশি একই শাখা থেকে আরও কয়েকটি কোম্পানি মিলে প্রায় একই প্রক্রিয়ায় ৩ হাজার ৫৫০ কোটি টাকার ঋণ দায় তৈরি করে। সোনালী ব্যাংকের নিজস্ব নিরীক্ষা ও পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সোনালী ব্যাংকের ওই প্রতিবেদনে ব্যাংকের শাখার ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপকের পাশাপাশি প্রধান কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম), উপ-মহাব্যবস্থাপক ও শাখা নিয়ন্ত্রক কার্যালয়কে দায়ী করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর