thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘নির্বাচনের চাবিকাঠি আজ দিল্লির হাতে’

২০১৩ ডিসেম্বর ২৩ ২০:৪৭:৫২
‘নির্বাচনের চাবিকাঠি আজ দিল্লির হাতে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম অভিযোগ করে বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনের চাবিকাঠি আজ দিল্লির হাতে। পুরো জাতিকে আজ জিম্মি করা হয়েছে। জাতিকে বিভক্ত করা হয়েছে শুধুমাত্র ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার মানসে।’

জার্মানির ফ্রাংকফুর্ট শহরে সোমবার এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং দলের নেতাকর্মীদের গ্রেফতার, হত্যা ও গুমের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ পরিচালনা করেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজা। সমাবেশে নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশ নেন।

দেওয়ান শফিকুল ইসলাম বলেন, ‘দেশ আজ চরম ভয়াবহ বিপদের দিকে ধাবিত হচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে। এক ব্যক্তির ক্ষমতার লোভ, জেদ আর প্রতিহিংসার কারণে জ্বলছে জাতি।’

তিনি বলেন, ‘একটি মীমাংসিত বিষয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা নিজের স্বার্থে সংবিধানকে ব্যবহার করেছে। আওয়ামী লীগ হীন স্বার্থে আজ জাতিকে বিভক্ত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন দেশের উন্নয়নের জন্য, সরকারের এই হীন কর্মকাণ্ডের কারণে আজ বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। কেবল আওয়ামী লীগের একমাত্র দোসর ভারত ছাড়া। সরকার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে চিহ্নিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ থেকে মুক্তি পেতে হলে দেশের ১৬ কোটি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আজ এই ভারতপ্রেমী সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে।’

সাধারণ সম্পাদক মাসুদ রেজা বলেন, ‘সরকার নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। রাতের অন্ধকারে তারা নিরস্ত্র সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে নিরীহ বিরোধী দলের নেতাকর্মীদের বীরদর্পে হত্যা করছে।’

তিনি আরো বলেন, ‘যত দ্রুত এই ভারতপ্রেমী তাবেদার সরকারের পতন হবে, ততই দেশের ও জনগণের জন্য মঙ্গল। তাই সবাইকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকারের পতন ঘটাতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন সায়িদ লাভলু আলী, মনজুর আলম, শাখায়াত হোসেন সোহাগ, সেলিম রেজা, এম এইচ রুমেল, জুয়েল খান, মো. বাবু, মো. মিল্লাত, কবির হোসেন, মো. শামীম, ইসরাফিল মোল্লা, দেলোয়ার হোসেন ঝন্টু, নিয়াজ হাবিব ও আসিফ ইকবাল প্রমুখ।

(দ্য রিপোর্ট/টিএস/এমএআর/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর