thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিদেশি স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর আশ্বাস

২০১৩ ডিসেম্বর ২৩ ২১:১৬:৪০
বিদেশি স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর আশ্বাস

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে বিদেশি দূতাবাস ও স্থাপনায় যথাযথ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সার্ক ও আসিয়ানভূক্ত দেশগুলোর ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সোমবার এক বৈঠকে এই আশ্বাস দেন তিনি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে কূটনীতিকরা ধন্যবাদ জানান। কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশান ও বারিধারায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সার্ক ও আসিয়ানের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রধানদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

কূটনীতিকদের সঙ্গে এই বৈঠকে অন্যানের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী ও পররাষ্ট্রসচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিএনপি-জামায়াতসহ ২৮ দলের নির্বাচন বর্জন সত্ত্বেও ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর সরকার। এ কারণে ২৫ জানুয়ারি তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে শতাধিক মানুষ প্রাণ হারায়। সামনের দিনগুলিতে সহিংসতা আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সচেতনমহল।

(দ্য রিপোর্ট/জেআইএল/এসবি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর