thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সদরঘাটে লঞ্চ থেকে ককটেল উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২৩ ২২:১২:১০
সদরঘাটে লঞ্চ থেকে ককটেল উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সদরঘাটে অবস্থানরত ঢাকা-বরিশাল রুটের পারাবত লঞ্চ থেকে ককটেল উদ্ধার করেছে লঞ্চের কর্মচারিরা।

পারাবত লঞ্চের দ্বিতীয়তলার পেছন থেকে সোমবার সন্ধ্যায় এ ককটেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানায় যোগাযোগ করলে থানার এসআই আজিজ দ্য রিপোর্টকে জানান, তার কাছে ককটেল উদ্ধারের কোনো খবর আসেনি। তাই এ বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না।

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ দ্য রিপোর্টকে জানান, এ লঞ্চের কর্মচারিরা লঞ্চটিকে পরিষ্কার করতে গেলে লালটেপ পেঁচানো ককটেলটি দেখতে পায়।তখন তারা কোতোয়ালি থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলটি নিয়ে যায়।

তিনি আরো জানান, লঞ্চটি সদরঘাটে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করছিল। কেউ হয়তোবা নাশকতার জন্য ককটেলটি রেখে গিয়েছিল।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএইচও/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর