thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লা পৌর মেয়রসহ ৭ বিএনপি নেতা জেলে

২০১৩ ডিসেম্বর ২৩ ২২:১৫:৩০
কুমিল্লা পৌর মেয়রসহ ৭ বিএনপি নেতা জেলে

কুমিল্লা সংবাদদাতা : জেলার চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খানসহ বিএনপির সাত নেতাকে জেলহাজতে প্রেরণ করেছেন কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের চান্দিনার বাস ভবন ‘মনিহার’- এ ককটেল বিস্ফোরণ মামলায় সোমবার দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাছরিন জাহান এ আদেশ দেন।

জেলে পাঠানো বিএনপি নেতারা হলেন- চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবদলের সহ-সভাপতি মো. কামাল হোসেন, কেরনখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. রুহুল কুদ্দুস মাহিন, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ও মাধাইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কে এম জামাল।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বাস ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৬ নভেম্বর এলডিপির সহযোগী সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের চান্দিনা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রাজিব ভূঁইয়া বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

(দ্য রিপোর্ট/জেপি/এমএআর/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর