thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ৩

২০১৩ ডিসেম্বর ২৩ ২২:৪৬:৫৬
চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবতলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হয়েছে। সোমবার রাত নয়টার দিকে শহরের শিবতলা চাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুল বারী জেম (৪৫), তার স্ত্রী মাহমুদা (৩৫) এবং তাদের বাড়ির ভাড়াটিয়া পপি ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে শহরের শিবতলা চাইপাড়া এলাকায় দুর্বৃত্তরা জেমের উপর হামলা করে । এই সময় জেম দ্রুত দৌড়ে তার বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা তার পিছু নিয়ে বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে জেমের স্ত্রী মাহমুদা (৩৫) ও তাদের বাড়ির ভাড়াটিয়া পপি আহত হন। পরে আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জেম ও মাহমুদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/এআরএন/এপি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর