thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

হরতালের শুরুতেই অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

০০০০ 00 ০০ ০০:০০:০০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
হরতালের শুরুতেই অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

দিরিপোর্ট২৪ ডেস্ক : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শুরুতেই রবিবার দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে হরতালকারীদের।

গাবতলীদের বিআরটিসি’র ৬টি দোতলা বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে সাভারের আশুলিয়ায় হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পিকেটাররা ৫টি বাসে আগুন দেয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পিকেটাররা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পিকেটাররা এ সময় ২টি বাসে আগুন দেয়। অন্যদিকে কুবিরপুর এলাকায় ১টি বাসে আগুন দেয় পিকেটাররা। এরপর গেন্ডা নামক স্থানে গ্রামীণ সেবা পরিবহণের একটি গাড়িতেও আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

রবিবার ভোরে রাজধানীর ধানমন্ডিতে ৭/৮টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির সাতমসজিদ রোডে আবাহনী মার্কেটের কোনায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আবাহনী মাঠের কোনায় ১০/১৫ জন পিকেটার হঠাৎ এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

(দিরিপোর্ট২৪/ডি/জেএম/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর