thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

নির্বাচনী ইশতেহার ছাড়াই জয়লাভ!

২০১৩ ডিসেম্বর ২৩ ২৩:২০:৩০
নির্বাচনী ইশতেহার ছাড়াই জয়লাভ!

বাহরাম খান, দ্য রিপোর্ট : আসন্ন ৫ জানুয়ারির ভোটের আর মাত্র ১১ দিন বাকি। এর আগেই ক্ষমতাসীন দল ও তাদের মিত্ররা ১৫৪ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ নিশ্চিত করেছে। জনগণ ও দেশের উন্নয়নে আগামী দিনের সরকারের কী প্রতিশ্রুতি, এই সংক্রান্ত নির্বাচনী ইশতেহার এখনো প্রকাশ করতে পারেনি নির্বাচনে অংশ নেওয়া দলগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রধান দল বাংলাদেশ আওয়ামী লীগ এখনো তাদের ইশতেহার প্রকাশ করেনি। ক্ষমতাসীন এই দলটি দশম জাতীয় নির্বাচনে ১২৭ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ নিশ্চিত করেছে।

সাধারণত সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের দিকে আগ্রহ থাকে সবার। দশম জাতীয় সংসদ নির্বাচনে এক ডজন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। বিএনপির মতো বড় রাজনৈতিক দল এবারের নির্বাচনে না থাকায় সবার আগ্রহ দেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ইশতেহারের দিকে।

গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রকাশ করা হয়েছিল প্রায় তিন সপ্তাহ আগে। এবারের তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা চালানোর শেষ দিন ৩ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। সেই হিসেবে দলীয় প্রার্থীদের জনসাধারণের কাছে ভোট চাওয়ার সময় আছে মাত্র ১০ দিন।

কেন ইশতেহার প্রকাশ করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ইশতেহার কমিটির অন্যতম সদস্য ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন দ্য রিপোর্টকে বলেন, ‘দু-এক দিনের মধ্যেই ইশতেহার প্রকাশ করা হবে।’

অনেকে বলছেন, ইশতেহার প্রকাশে দেরি হচ্ছে! উত্তরে লেনিন বলেন, ‘তাতে কী? আরো দেরি হলেও কোনো সমস্যা দেখি না।’

আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির আরেক সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এবং দলটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক দ্য রিপোর্টকে বলেন, ‘এবারের ইশতেহারে খুব বেশি পরিবর্তন নেই। সামান্য কিছু পরিবর্তনের পর চূড়ান্ত করে রাখা হয়েছে। শীঘ্রই তা প্রকাশ করা হবে।’

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ) প্রধান নির্বাহী নাজমুল আহসান কলিমুল্লাহ দ্য রিপোর্টকে বলেন, ‘ইতিহাসের অন্যতম প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোনো কিছুতেই স্বাভাবিক অবস্থা নেই। আওয়ামী লীগের ইশতেহারের ক্ষেত্রেও তাই হয়েছে।’

নির্বাচন একতরফা হলেও ইশতেহার প্রকাশে দেরি করার পেছনে কী কৌশল থাকতে পারে, উত্তরে নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘ইশতেহার নির্বাচনের গুরুত্বপূর্ণ দলিল। এটা একবারেই প্রকাশ করতে হয়। নির্বাচন নিয়ে যেহেতু নানাবিধ সমস্যা ছিল সে কারণেই হয়তো আওয়ামী লীগ প্রকাশে দেরি করছে।’

অনুষ্ঠিতব্য দশম সংসদ নির্বাচনে ইতোমধ্যে ১৫৪টি আসনের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪৬ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, যুক্তরাষ্ট্রসহ আর্ন্তজাতিক সংস্থাগুলো পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ সংসদ নির্বাচনে ‘দিন বদলের অঙ্গীকার’ শিরোনামে ইশতেহার প্রকাশ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। ওই সময়ে ডিজিটাল বাংলাদেশ গড়া, যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকারসহ সমন্বিতভাবে অনেক বিষয়ের অর্ন্তভুক্তি থাকায় সুধী মহলে প্রসংশিত হয়েছিল। বিশেষ করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মতো একটি নির্বাচনী ইশতেহার দলটি দিতে পেরেছিল বলে বোদ্ধা মহলে প্রসংশা ছিল।

(দ্য রিপোর্ট/বিকে/লতফি/এইচএসএম/ডিসেম্বর ২২,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর