thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাল্টা হামলার প্রস্তুতি দক্ষিণ সুদানের সেনাবাহিনীর

২০১৩ ডিসেম্বর ২৪ ০১:৩৯:৫৯
পাল্টা হামলার প্রস্তুতি দক্ষিণ সুদানের সেনাবাহিনীর

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির জানিয়েছেন, সেনাবাহিনী অস্ত্রধারীদের অধিকৃত বোর শহরের ঢোকার প্রস্তুতি নিচ্ছে। পার্লামেন্টে কির বলেন, সেনাবাহিনী এখন ‘লড়াইয়ে প্রস্তুত’। পার্লামেন্টকে তিনি বলেন, মার্কিন নাগরিকদের নিরাপদে দেশ ত্যাগের জন্য পাল্টা হামলা চালাতে দেরি হয়েছে। খবর বিবিসির।

অস্ত্রধারীরা বুধবার জংলেই প্রদেশের অস্থিতিশীল বোর শহর বুধবার দখল করে নেয়।

দেশটিতে এক সপ্তাহের্ সাম্প্রদিক সহিংসতার কারণে গৃহযুদ্ধ শুরু হওয়ার ভয় তৈরি হয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থার কর্মকর্তারা দেশটিতে রক্তক্ষয়ী ঘটনাস্থলের বর্ণনা দিয়েছে।

এর আগে যে তেলসমৃদ্ধ ইউনিটি রাজ্যের রাজধানী বেনতিউ হাত ছাড়া হওয়ার কথা নিশ্চিত করেছিল দক্ষিণ সুদানের সেনাবাহিনী। সাবেক ভাইস-প্রেসিডেন্ট রিয়েক ম্যাকারের সমর্থকরা ওই দখল করে নিয়েছিল বলে তারা জানায়।

দিনকা সম্প্রদায়ের সদস্য প্রেসিডেন্ট কির গত জুলাইয়ে নুয়ের সম্প্রদায়ের ম্যাকারকে বরখাস্ত করেন। সে সময় প্রেসিডেন্ট কির ম্যাকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের অভিযোগ করেছিলেন।

তবে ম্যাকার ওই অভিযোগ অস্বীকার করে বলেন, প্রেসিডেন্ট তার বিরোধীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

এর আগে দক্ষিণ সুদানের পরিস্থিতি নিয়ে ওবামা দেশটিকে সতর্ক করে দিয়েছেন।

(দ্য রিপোর্ট/আদসি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর