thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

শীতে নারিকেল তেল

২০১৩ ডিসেম্বর ২৪ ০৪:৩৪:৩২
শীতে নারিকেল তেল


দ্য রিপোর্ট ডেস্ক : আপনার ত্বক ও চুল যদি শুষ্ক প্রকৃতির হয়, তবে শীতে দরকার বিশেষ যত্ন। এক কৌটা নারিকেল তেল হতে পারে আপনার সুরক্ষক। তেলটি আর্দ্রতা রক্ষার উপাদানে সমৃদ্ধ। এ ছাড়া সহজলভ্য ও হালকা হওয়ার কারণে শীতে তা আপনাকে স্বস্থি দেবে। আপনারা অনেকেই জানেন নারিকেল তেল মেকআপ তোলার ক্ষেত্রে ভালো কাজ দেয়।

ত্বকে নিয়মিত নারিকেল তেলের ব্যবহার শুধুমাত্র ত্বকে ঔজ্জ্বল্যইে এনে দেয় না, এর আছে ক্ষত নিরাময়ী গুণ। এ ছাড়া ত্বকের কালো দাগও দূর করে। শীতের সময় গোসলের আগে বা পরে নারিকেল তেল শরীরে ম্যাসাজ করতে পারেন। এরপর যদি ক্রিম লাগাতেও ভুলে যান কোনো সমস্যা নাই। আর চুলের যত্নে এর গুণাগুণ তো সকলেরই জানা আছে।

চুলে নারিকেল তেল ম্যাসাজ করার আগে হালকা গরম করে নিন। যা চুলকে উজ্জ্বল ও নরম করবে। এর সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। যা খুশকি থেকে আপনাকে মুক্তি দেবে। এটা নিশ্চয় জানা আছে শীতের খুশকির সমস্যা প্রকোপ হয়।

তবে আর দেরি কেন!

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/আইজেকে/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর