thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

মিশরে বন্দীদের অনশন

২০১৩ ডিসেম্বর ২৪ ০৭:০০:৪৫
মিশরে বন্দীদের অনশন

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের কারাগারে ৩ শ’য়ের বেশি বন্দী অনশন শুরু করেছেন। খারাপ আচরণ ও বসবাসের অযোগ্য পরিবেশের কারণে তারা এই অনশন করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতা ও আল জাজিরার সাংবাদিকও রয়েছেন। খবর আল জাজিরার।

বন্দীরা সোমবার থেকে অনশন শুরু করেছেন। তাদের অভিযোগ, জেলের সেলগুলো পোকা-মাকড়ে ভর্তি। বন্দীদের দিনে মাত্র আধঘণ্টার জন্য সেলের বাইরে যেতে দেওয়া হয়। এক একটা সেলে ৬০ জনের বেশি লোক থাকে।

অনশনকারীদের মধ্যে রয়েছেন মুসলিম ব্রাদারহুডের প্রথম সারির নেতা খাইরাত এল-সাতের। তিনি চলতি বছরের ৫ জুলাই গ্রেফতার হন। এ ছাড়া আল জাজিরার সাংবাদিক আবদুল্লাহ আল সামি ১৪ আগস্ট অভ্যুত্থান বিরোধী সংঘর্ষের দিন গ্রেফতার হন।

এদিকে মুসলিম ব্রাদারহুড এক টুইটার বার্তায় বলেছে, বন্দীদের পরিবার ও আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে না। সেলগুলো অতিরিক্ত লোকে ভর্তি ও পরিবেশ অস্বাস্থ্যকর।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর