thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

কুমিল্লা-ঢাকা বিআরটিসির বাস ও ট্রাক চলছে

২০১৩ ডিসেম্বর ২৪ ০৯:০৫:৫৫
কুমিল্লা-ঢাকা বিআরটিসির বাস ও ট্রাক চলছে

কুমিল্লা সংবাদাদাতা : ১৮ দলের অবরোধের শেষদিন মঙ্গলবার কুমিল্লা থেকে ঢাকা রুটে বিআরটিসির বাস চলাচল শুরু হয়েছে। মহাসড়কে অন্যকোনো যাত্রীবাহী বাস না থাকলেও পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা গেছে।

কুমিল্লা নগরীর স্টেশন রোডের বিআরটিসির ডিপো থেকে সকাল ৮টা ৫ মিনিটে একটি এসি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিশেষ নিরাপত্তার লক্ষ্যে বাস টার্মিনাল ও মহাসড়কে পুলিশ পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাসদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

এদিকে অবরোধে হামলার আশঙ্কায় বেসরকারি মালিকানাধীন কোনো বাস কুমিল্লা থেকে ছেড়ে যায়নি।

বিআরটিসি কুমিল্লা ডিপোর ম্যানেজার মফিজ উদ্দিন দ্য রিপোর্টকে জানান, ৮টা ৫ মিনিটে কুমিল্লা ডিপো থেকে ছেড়ে যাওয়া বাসটি ছিল যাত্রীতে পরিপূর্ণ।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মশিউর রহমান দ্য রিপোর্টকে জানান, মহাসড়কে পণ্যবাহী পরিবহনের সংখ্যা বেশি। এ ছাড়া বিআরটিসির বাস চলাচল করছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

(দ্য রিপোর্ট/জেপি/এএস/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর