thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সিরাজগঞ্জে পুলিশ-জামায়াত সংঘর্ষ, আহত ৫

২০১৩ ডিসেম্বর ২৪ ০৯:২৮:৪১
সিরাজগঞ্জে পুলিশ-জামায়াত সংঘর্ষ, আহত ৫

সিরাজগঞ্জ সংবাদদাতা : ১৮ দলের ডাকা অবরোধের শেষদিন মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারে পুলিশ ও জামায়াত-শিবির সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোরে শেরনগর এলাকা থেকে জামায়াত-শিবির একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি মুকুন্দগাতী বাজার এলাকায় পৌঁছলে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় শিবিরকর্মী রাসেল ও হুমায়ুনসহ পাঁচজন আহত হন। অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে সোমবার রাতে কাজীপুর উপজেলার সরাতৈল গ্রাম থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

(দ্য রিপোর্ট/আরকে/এএস/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর