thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

মিসরে পুলিশ সদর দফতরে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১৪

২০১৩ ডিসেম্বর ২৪ ০৯:৪৩:৩০
মিসরে পুলিশ সদর দফতরে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১৪

দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের উত্তরাঞ্চলের মানসুরা শহরে পুলিশ সদর দফতরে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে মিসরের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় প্রচারমাধ্যম। খবর বিবিসি ও আল জাজিজার।

সংবাদ সূত্রগুলো জানিয়েছে, মানসুরা শহরের এ বিস্ফোরণটি ছিল শক্তিশালী এবং এর ফলে পুলিশ সদর দফতরের একটা অংশ ধসে পড়ে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। তবে পুলিশ বলছে সেখানে আরেকটি বিস্ফোরক রয়েছে।

নিহতদের মধ্যে পুলিশ ও সাধারণ নাগরিক উভয়ই রয়েছে বলে জানা গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

(দ্য রিপোর্ট/এমডি/শাহ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর