thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২৪ ১০:১০:৩৭
খাগড়াছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি জেলা সদরের জিরো মাইল এলাকায় অবস্থিত অপরাজিতা বৌদ্ধবিহার সংলগ্ন পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের জিরো মাইল এলাকায় অবস্থিত অপরাজিতা বৌদ্ধবিহার সংলগ্ন পাহাড়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজনের সন্ত্রাসী দল দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, সন্ত্রাসীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করতে পারলেও সন্ত্রাসীরা পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এইচএমএফ/এএস/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর