thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজার

২০১৩ ডিসেম্বর ২৪ ১১:৩৮:৩১
নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনের শুরুতে উত্থান পতন থাকলেও মঙ্গলবার দুপুর পৌনে ১টার পর থেকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে দেশের উভয় পুঁজিবাজারে। আজ দেশের উভয় পুঁজিবাজারে অ্যাপোলো ইস্পাতের লেনদেন শুরু হয়েছে।

দুপুর ১.৫০টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৪৬ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৪২ কোটি ৪৩ লাখ ৩১ হাজার টাকা।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৬৫ পয়েন্টে অবস্থান করে।

দুপুর ১.৫০টা পর্যন্ত অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩৩৩ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৪৯ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/লতিফ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর