thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

২০১৪-এর অপেক্ষায় রোনালদো

২০১৩ ডিসেম্বর ২৪ ১১:৫৫:২৮
২০১৪-এর অপেক্ষায় রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৩ সালটা দারুণ কেটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত ১২ মাসে ৬৯ গোল করে সবাইকে পেছনে ফেলেছেন এই পর্তুগাল উইঙ্গার। এ বছরের মতো ২০১৪ সালটাও নিজের করে নিতে চেয়েছেন সাবেক এই ম্যানচেস্টার তারকা। তার ফেসবুক পেইজে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোনালদো লিখেছেন- ‘এই বছরটা ভালো কেটেছে। সামনের বছরটা আরো ভালো কাটবে বলে আশা করছি।’

রোনালদোর থেকে ২২ গোল কম করে পরের অবস্থানেই রয়েছেন ইব্রাহিমোভিচ (৪৭)। আর আর্জেন্টাইন তারকা মেসি ৪৫ গোল করে রয়েছেন তৃতীয় অবস্থানে।

এ বছর রোনালদো একাই পর্তুগালকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন। আর তাছাড়াও রিয়াল মাদ্রিদের লাখ লাখ ভক্ত সমর্থকরা দেখেছেন তার পায়ের জাদু।

ফিফা ব্যালন ডি ওর পুরস্কারের অন্যতম দাবিদার রোনালদো। তবে আগেই জানিয়েছেন পুরস্কার নিয়ে মাথাব্যথা তার নেই। এবার স্পষ্ট করলেন সামনে আরো ভালো ফুটবল খেলাই তার লক্ষ্য।

(দ্য রিপোর্ট/এমআই/এমডি/শাহ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর