thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

চেলসি-আর্সেনালের ড্র

২০১৩ ডিসেম্বর ২৪ ১২:০৮:৪৫
চেলসি-আর্সেনালের ড্র

দ্য রিপোর্ট ডেস্ক : বড়দিনের আগে দুই দলেরই উৎসব করার বড় উপলক্ষ হতে পারত একটি জয়। কিন্তু উভয়ই হতাশায় ডুবেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবারের ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চেলসি ও আর্সেনালকে।

আর্সেনালের হতাশাটা একটু বেশি হওয়ার কথা। কারণ এ দিন জয় পেলে তারা লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষস্থানে অবস্থান করতে পারত। কিন্তু সেটি হতে দেয়নি চেলসি।

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিতে পারেনি। দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছে। কিন্তু তা কেউই কাজে লাগতে পারেনি।

এবার নিয়ে ১০ বার দেখা হয়েছে আর্সেন উইঙ্গার ও জোসে মরিনহোর। কিন্তু এ যাত্রায়ও জয় না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মরিনহোকে।

১৭ ম্যাচে সমান ৩৬ পয়েন্ট নিয়ে লিভারপুলের পরের অবস্থানে আছে আর্সেনাল। আর সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ৪ নাম্বারে অবস্থান করছে চেলসি।

(দ্য রিপোর্ট/এমআই/এমডি/শাহ/লতিফ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর