thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ঝিনাইদহে আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

২০১৩ ডিসেম্বর ২৪ ১২:৩০:২২
ঝিনাইদহে আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ-১ আসনের (শৈলকুপা উপজেলা) আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাইয়ের প্রধান নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিস পুড়ে যায়।

নৈশপ্রহরী জামানত আলী দ্য রিপোর্টকে জানান, সোমবার রাত ২টার দিকে মুখোশপরা দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে। এরপর অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন সোনা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত স্বতন্ত্রপ্রার্থী নায়েব আলী জোয়ার্দারের সমর্থকরা এ অগ্নিকাণ্ড ঘটাতে পারে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এর সঙ্গে জড়িত তা জানা যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

(দ্য রিপোর্ট/টিএম/এএস/শাহ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর