thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সিরাজগঞ্জে পুলিশ-ডাকাত গোলাগুলিতে নিহত ২

২০১৩ ডিসেম্বর ২৪ ১২:৪০:১৭
সিরাজগঞ্জে পুলিশ-ডাকাত গোলাগুলিতে নিহত ২

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতীতে ডাকাত-পুলিশের গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও বেশ কয়েকটি ককটেল উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অবরোধের সুযোগ নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায়ই ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটছিল। সোমবার রাত দেড়টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল মহাসড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতি করতে ককটেল ছুড়ে গতি রোধের চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে টহল পুলিশের একটি দল পৌঁছলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে।

জেলা পুলিশ সুপার ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আল মাহমুদ নামের এক ডাকাতের লাশ উদ্ধার করে।

অপরদিকে সকাল ১১টার দিকে বানিয়াগাতি গ্রাম থেকে মনসুর আলী (৩২) নামে অপর এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের বাড়ি কামারখন্দ উপজেলার বানিয়াগাতি গ্রামে।

(দ্য রিপোর্ট/আরকে/এএস/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর