thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘ক্ষমতায় যারা থাকে তাদের সম্পদ ও আয় বৃদ্ধি স্বাভাবিক’

২০১৩ ডিসেম্বর ২৪ ১৩:১৬:৪৫
‘ক্ষমতায় যারা থাকে তাদের সম্পদ ও আয় বৃদ্ধি স্বাভাবিক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত ৫ বছরে সরকারদলীয় এমপি-মন্ত্রীদের সম্পদ ও আয় বৃদ্ধিকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সচিবালয়ে অন-লাইনে নিজের ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গত ৫ বছরে সরকারদলীয় এমপি-মন্ত্রীদের ব্যাপক সম্পদ ও আয় বৃদ্ধিতে অর্থমন্ত্রী হিসেবে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটা স্বাভাবিক। গত ৫ বছরে দেশের ব্যবসা-বাণিজ্য ও জনগণের আয় ক্ষমতা বাড়ার কারণে এটা হয়েছে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দুনিয়ার ইতিহাস হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদের আয় বাড়ে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’

‘যাদের সম্পদ ও আয় অস্বাভাবিক বেড়েছে তাদের বিষয়টি সরকার তদন্ত করবে কি না’ এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘দুর্নীতি দমন কমিশন স্বাধীন। তারা যে কারোর বিষয়ে তদন্ত করতে পারে। তবে সরকারি চার্জশীট প্রদানের আগে কর্মকর্তাদের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। দুদকের এ আইনটির বিষয়ে আমি ইতোমধ্যেই লিখিত আপত্তি জানিয়েছি।”

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব রয়েছে এমন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, এ বিষয়টি এনবিআরও দেখতে পারে।

জনপ্রতিনিধিদের হলফনামা মিডিয়ায় প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা প্রকাশ হওয়া উচিত। জনপ্রতিনিধিদের আয়-ব্যয়ের হিসাব হবে উন্মুক্ত (ওপেন বুক একাউন্ট)।

(দ্য রিপোর্ট/ এসআর/ এমডি/লতিফ/ ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর