thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

অন-লাইনে আয়কর রিটার্ন জমা দিলেন অর্থমন্ত্রী

২০১৩ ডিসেম্বর ২৪ ১৩:৪৭:০৮
অন-লাইনে আয়কর রিটার্ন জমা দিলেন অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : অন-লাইনে নিজের ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ আয়কর রিটার্ন জমা দেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, তার করযোগ্য বাৎসরিক আয়ের পরিমাণ হচ্ছে প্রায় সাড়ে ১১ লাখ টাকা। এছাড়া কর রেয়াতযোগ্য বিভিন্ন উপখাত (সঞ্চয়পত্র, ডলার বন্ড, ওয়েজ আর্নার) থেকে তার আয় হচ্ছে ১৪ লাখ টাকার কিছু বেশি। এর বিপরীতে ২০১৩-১৪ কর বছরে ৮৪ হাজার ৪৩৬ টাকা আয়কর দেন তিনি।

তিনি আরো জানান, মহাজোট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকালে তার মোট সম্পদের মূল্য ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। গত পাঁচ বছরে এটা ১ কোটি ৫৮ লাখ টাকায় উন্নীত হয়েছে। বছরওয়ারি সম্পদের প্রবৃদ্ধির হার হচ্ছে ৭ দশমিক ৯৪ শতাংশ।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর