thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ৪২ জনের ২ দিনের রিমান্ড

২০১৩ ডিসেম্বর ২৪ ১৫:৪৬:০৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে জড়িত ৩৭ বিদেশিসহ ৪২ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলার আয়ু মো. মামুনুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজাহারভুক্ত আরেক আসামি মোজাম্মেল হক রাশেদের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, উত্তরা পশ্চিম থানার অন্তর্গত এলাকা থেকে রবিবার রাতে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ৩৭ বিদেশিসহ ৩৯ জনকে আটক করে র‌্যাব।

(দ্য রিপোর্ট/জেএ/এসকে/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর