thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

রাবির শীতকালীন ছুটি শনিবার থেকে

২০১৩ ডিসেম্বর ২৪ ১৫:৫২:৫২
রাবির শীতকালীন ছুটি শনিবার থেকে

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীতকালীন ছুটি আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এবারের শীতকালীন ছুটি চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন দ্য রিপোর্টকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি ২৮ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি নির্ধারিত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়েই ক্যাম্পাস ছুটি ঘোষণা করবে।

তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ কবে বন্ধ হবে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল হল বন্ধের সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই মর্মে শীতকালীন ছুটি পেছানোর সম্ভাবনা ছিল। কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে ১০ থেকে ১৪ জানুয়ারি করায় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত ২৮ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/এএস/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর