thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

১৪ দলের সমাবেশ চলছে

২০১৩ ডিসেম্বর ২৪ ১৬:১১:০৭
১৪ দলের সমাবেশ চলছে

দ্য রিপোর্ট প্রতিবেক : পূর্বঘোষিত কেন্দ্রীয় ১৪ দলের প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে।

‘৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের কৃতকর্মের ক্ষমা নাই। যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি বাস্তবায়ন হবেই’- এই শিরোনামে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী। এতে উপস্থিত আছেন নির্বাচনকালীন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সাবেক খাদ্য মন্ত্রী ড. আবদুর রাজ্জাক। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ন-সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদ আলী খান, সাম্যবাদী দল ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হারুন চৌধুরী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এসবি/রাসেল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর