thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

‘অবরোধে পাঠ্যবই পৌঁছাচ্ছে বিশেষ কৌশলে’

২০১৩ ডিসেম্বর ২৪ ১৬:২৩:২৭
‘অবরোধে পাঠ্যবই পৌঁছাচ্ছে বিশেষ কৌশলে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধে বিশেষ কৌশল অবলম্বন করে বিনামূল্যের পাঠ্যবই ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘পাঠ্যবই বিতরণের জন্য সাড়ে নয় হাজার ট্রাক নিয়োজিত আছে। অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বই পৌঁছানো আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলো। আমরা এ চ্যালেঞ্জ অতিক্রম করতে পেরেছি। আমাদের ঝুঁকি নিতে হয়েছে। আমরা বই পৌঁছে দিচ্ছি। এজন্য আমাদের বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছে। তবে কৌশলটির বিষয়ে জানাতে পারছি না।’

আগামী শিক্ষাবর্ষের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের উপর আস্তা রেখে নিশ্চিন্ত থাকুন। প্রায় শতভাগ বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। বাকি সময়ের মধ্যে শতভাগ পৌঁছে যাবে। গত কয়েক বছরের মতো এবারো প্রথম ক্লাসে সব বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে।’

নাহিদ বলেন, ‘১ জানুয়ারি বন্ধ থাকায় এবার ২ জানুয়ারি শিক্ষাবর্ষের প্রথম দিন। ঢাকায় একটি স্কুলে আমরা পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধনের চিন্তা-ভাবনা করছি। এ বিষয়ে পরে জানানো হবে।’

এবার তিন কোটি ৭০ লাখের বেশি শিক্ষার্থীর জন্য ৩০ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘২০১০ সাল থেকে গত চার বছরে প্রায় ১২৪ কোটি বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে।

অবরোধে পরীক্ষা না নিতে পারায় কোন কোন বিদ্যালয়ে অটো প্রমোশন দেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোথাও কোথাও ব্যতিক্রম থাকতে পারে। আমরা বলেছি বিদ্যালয়গুলো বাস্তব অবস্থা বিবেচনা করে নিজ নিজ কৌশলে মূল্যায়ন করে শিক্ষার্থীদের প্রমোশন দেবে। তবে সেটা কোনভাবে অটো প্রমোশন হবে না।’

বিরোধী দলের আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিলম্বিত হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা পরে পুষিয়ে নিতে হবে। ভবিষ্যতে আমরা এ ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করবো।’

ডিসেম্বরের মধ্যেই জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুইটি পরীক্ষার ফল দুইদিন প্রকাশ করা হতে পারে বলেও জানান শিক্ষামন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/রাসেল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর