thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘এবার চূড়ান্ত আঘাত করতে হবে’

২০১৩ ডিসেম্বর ২৪ ১৬:৩৩:৩২
‘এবার চূড়ান্ত আঘাত করতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘আমরা সংলাপ চাই। সংলাপের বিপরীত কঠিন শব্দ সংঘাত। আমরা সংঘাত চাই না। আজকে কঠিন সময়ে খালেদা জিয়া জাতিকে দিকনির্দেশনা নিবেন। আলোচনা অনেক হয়েছে। এখন একটাই অপশন, আন্দোলন। এবার চূড়ান্ত আঘাত করতে হবে। যেমন ১৯৭১ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী পাকিস্তানিদের বিরুদ্ধে করেছিলেন।’

জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে মঙ্গলবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশ নিঃসন্দেহে ক্রান্তিকাল অতিক্রম করছে। সর্বগ্রাসী দুর্যোগ চলছে। এই দূর্যোগ মানবসৃষ্ট। আমাদের অর্থনীতি ধংস হয়ে গেছে। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পর্যন্ত নেই। রাজনীতিও আজকে দুর্বৃত্তায়িত হয়ে গেছে। গণতন্ত্র বলে আজ কিছু নেই। গণতন্ত্রের নাম নিশানা আজ নেই।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হতে হবে। যারা নির্বাচিত হবেন তারা দেশ শাসন করবেন। ৫ তারিখের নির্বাচনে জনগণ যাবে না। ১৫৪ জন নির্বাচিত হয়ে গেছেন। ভোট দেওয়া নাগরিক অধিকার। এবার কোটি মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা কিসের নির্বাচন? এই নির্বাচনে কি পাওয়া যাবে? এই নির্বাচন প্রতিটি দল, জাতি প্রত্যাখ্যান করেছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির মহাসচিব গোলাম মসীহ, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, মেজর (অব.) মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় প্রেসিডিয়াম সদস্য এএইচএম গোলাম রেজা এমপি, এএমএম আলম, কাদের সিদ্দিকীর সহধর্মীনি নাসরিন কাদের সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, আবুল মনসুর সিদ্দিকী আজাদ।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/রাসেল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর