thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ইনিয়েস্তার সঙ্গে বার্সার চুক্তি নবায়ন

২০১৩ ডিসেম্বর ২৪ ১৬:৩৬:১৩
ইনিয়েস্তার সঙ্গে বার্সার চুক্তি নবায়ন

দ্য রিপোর্ট ডেস্ক : বার্সেলোনার নির্ভরযোগ্য মিডফিল্ন্ডার আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ক্লাব কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী লা লিগার ক্লাবটির সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত থাকবেন স্পেনের বিশ্বকাপী জয়ী দলের সদস্য।

এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে, ইনিয়েস্তার সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে। আর আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে চলতি বছর।

বার্সার হয়ে ৩ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন তিনি। ২০০৬, ২০০৯ ও ২০১১ সালে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা।

এ ছাড়া ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সের ট্রফি জিতেছে স্পেন। ওই দলেও ছিলেন ইনিয়েস্তা।

(দ্য রিপোর্ট/সিজি/এমআই/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর