thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পাকিস্তানের নিন্দা জানিয়ে ঢাবিতে মানববন্ধন

২০১৩ ডিসেম্বর ২৪ ১৭:২৩:৫৫
পাকিস্তানের নিন্দা জানিয়ে ঢাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিবেদক : কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের ভূমিকার নিন্দা ও প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে । বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি লেখা থাকলেও নীলদলের শিক্ষক ছাড়া সাদা দলের কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না।

শিক্ষকরা ‘যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায়ের পর পাকিস্তানের জাতীয় পরিষদের কার্যক্রমের প্রতিবাদ’ শীর্ষক ব্যানারে মানববন্ধন করেন।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও নীলদলের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়াউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে ঢাবি নীলদলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. হাসিবুর রশিদ, অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য, অধ্যাপক ড. আজিজুর রহমান, অধ্যাপক আ ব ম ফারুক, অধ্যাপক ড. আবুল মনসুর আহমদ, অধ্যাপক ড. মফিজুর রহমান, অধ্যাপক ড. শফিউল আলম ভুইয়া, অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, উগ্র মৌলবাদী পাকিস্তানি গোষ্ঠী যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে নানা কটূক্তি ও নিন্দা প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে পাকিস্তানি যে সকল পণ্য আছে তা বর্জনের জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর