thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

স্যামুয়েলসের পরিবর্তে ওয়ালটন

২০১৩ ডিসেম্বর ২৪ ১৭:২৮:৪৬
স্যামুয়েলসের পরিবর্তে ওয়ালটন

দ্য রিপোর্ট ডেস্ক : কব্জির ইনজুরির জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান চাডউইক ওয়ালটন।

২৮ বছর বয়সী ওয়ালটনের দলের ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একজন কর্মকর্তা।

সর্বশেষ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ অটিস গিবসন এ ব্যাপারে বলেছেন, ‘দলের কঠিন সময়ে মারলন ইনজুরিতে পড়েছেন। কিন্তু নতুনদের জন্য এটি দারুণ সুযোগ।’

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৬ ডিসেম্বর অকল্যান্ডে শুরু হবে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর