thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শুরু

২০১৩ ডিসেম্বর ২৪ ১৭:৫২:২০
খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দিচ্ছেন।

গুলশানে খালেদা জিয়ার নিজ কার্যালয়ে মঙ্গলবার এই সংবাদ সম্মেলন শুরু হয় সন্ধ্যা ৬টায়।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া লিখিত বক্তব্য পাঠ করছেন। বক্তব্যের শুরুতেই চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ষোষণা দেন সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বেগম সারোয়ারি রহমান, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান। ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা ড. ওসমান ফারুক, রিয়াজ রহমান, ফজলুর রহমান পটল, ড. ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু।

১৮ দলের মধ্যে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিম।

উল্লেখ্য, চেয়ারপরসনের প্রেস সচিব মারুফ কামাল খান রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ সম্মেলনের কথা জানান। তিনি জানান, দেশের চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির উপর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে গুলশানে তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দেশবাসীর সামনে বক্তব্য তুলে ধরবেন।

সর্বশেষ গত ২১ আক্টোবর রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/রাসেল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর