thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

গম আত্মসাৎ

নেত্রকোণায় ইউপি সদস্যদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

২০১৩ ডিসেম্বর ২৪ ১৭:৫৯:২১
নেত্রকোণায় ইউপি সদস্যদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রায় এক লাখ টাকার গম আত্মসাতের দায়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. কাঞ্চন মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শিগগিরই এ চার্জশিট আদালতে পাঠানো হবে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য দ্য রিপোর্টকে জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, ১৯৯৮-৯৯ অর্থবছরে নেত্রকোণা জেলার রামপুর বাজার থেকে তেলীগাতী রাস্তায় মাটি ভরাট প্রকল্পের জন্য ৫৬ দশমিক ৭০৯৮ মেট্রিক টন গম এবং এক লাখ ৮২ হাজার ২৬১ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প তদারককারী কর্মকর্তার চূড়ান্ত পরিমাপে ৯৮ লাখ ৬২৭ টাকা মূল্যের ১৩ দশমিক ৫০৩ মেট্রিক টন গম ও ৫২১ টাকার কাজ কম পাওয়া যায়। মামলার তদন্তকালে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিলেরর অনুমোদন দিয়েছে কমিশন।

দুদকের ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শাহার আলী এ অভিযোগ তদন্ত করেছেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/রাসেল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর