thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে গৃহকর্মীর আত্মহত্যা

২০১৩ ডিসেম্বর ২৪ ১৮:৩৭:৫৭
রাজধানীতে গৃহকর্মীর আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে বাথরুমের শাওয়ারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহকর্মী। ওয়ারী থানাধীন ওয়ার স্ট্রিট ৪নং বাসার ১৫তলা ভবনের ১৩তলায় মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। গৃহকর্মীর নাম খায়রুন আক্তার মুন্নী(১৯)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি ওয়ারী থানাকে অবহিত করা হয়েছে।

বাড়ির গৃহকর্তা সৌমিত্র মজুমদার দ্য রিপোর্টকে জানান, মুন্নী তাদের বাসায় ৫ বছর ধরে কাজ করছিল। কিন্তু কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানি না। তিনি আরো জানান, ফাঁস দেওয়া অবস্থায় মুন্নীকে উদ্ধার করে সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর