thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

জাগরণী ফাউন্ডেশনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

২০১৩ ডিসেম্বর ২৪ ১৯:০২:২৪
জাগরণী ফাউন্ডেশনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ছয় লাখ ৩২ হাজার ৬৩৭ টাকা আত্মসাতের অভিযোগে জাগরণী ফাউন্ডেশনের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই মামলাটি দায়ের করা হবে বলে দ্য রিপোর্টকে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন- জাগরণী ফাউন্ডেশনের কুমিল্লা জেলার গৌরিপুর শাখার সহকারী ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, দায়িত্বপ্রাপ্ত হিসাবরক্ষক ও ফিল্ড অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ কামাল হোসেন।

দুদক সূত্র জানায়, ২০১১ সালের ১৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর সময় পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশে সমিতির সদস্যদের নামে ঋণ বিতরণ দেখিয়ে ও বিতরণকৃত টাকা সদস্যদের কাছ থেকে আদায় করে সংশ্লিষ্ট খাতে জমা না দিয়ে ছয় লাখ ৩২ হাজার ৬৩৭ টাকা আত্মসাত করেন। বর্তমানে আসামিরা কর্মস্থল থেকে পলাতক রয়েছেন। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৮/১০৯ ধারায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।

দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম এ অভিযোগ অনুসন্ধান করেছেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএইচও/জেএম/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর