thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান বিরল বৈঠক

২০১৩ ডিসেম্বর ২৪ ১৯:১২:৫৭
কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান বিরল বৈঠক

দ্য রিপোর্ট ডেস্ক : বিতর্কিত কাশ্মির সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা ১৪ বছরের মধ্যে প্রথমবার বৈঠকে বসেছে।

ওয়াগাহ ক্রসিংয়ে কাশ্মির ইস্যুতে উদ্বেগ কমাতে দুই দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস’রা আলোচনায় বসেছেন বলে প্রতিবেদনে জানা গেছে।

চলতি বছর কাশ্মির সীমান্তে বেশ কয়েকটি সংঘাতের ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এসব সংঘাতে দুই দেশেরই বেশ কয়েকজন সেনা নিহত হন। আগস্ট মাসে একটি সংঘাতে পাঁচ ভারতীয় সেনা নিহত হন।

এই বৈঠক সীমান্ত সংঘাত নিরসনে দুইদেশের সেনাবাহিনীর সদিচ্ছার বিষয়েই ইঙ্গিত দিচ্ছে বলে ইসলামাবাদ থেকে বিবিসির প্রতিবেদক এম ইলিয়াস খান জানিয়েছেন। কোনো পক্ষই সীমান্ত এলাকায় আর সংঘাত চাইছে না বলে বিবিসির প্রতিবেদক জানিয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে সাক্ষাৎ করেন। তখনও তারা কাশ্মির সংঘাত বন্ধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর