thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জিমি রানার ভুল দেখছেন সাজেদও

২০১৩ ডিসেম্বর ২৪ ১৯:৫০:৪৩
জিমি রানার ভুল দেখছেন সাজেদও

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওমান প্রিমিয়ার হকি লিগ খেলছেন জাতীয় ও ঘরোয়া পর্যায়ে নিষিদ্ধ ২ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ও কামরুজ্জামান রানা। এ নিয়ে তোলপাড় চলছে হকি অঙ্গনে। গত আগস্ট-সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ওমানের কাছে ৪-২ গোলে হেরেছিল লাল-সবুজরা। অতি উৎসাহীরা ওমানের বিপক্ষে ওই ম্যাচটিতে গড়াপেটার গন্ধও খুঁজে বেড়াচ্ছেন!

তবে ‘ওমানের বিপক্ষে ম্যাচটা পাতানো ছিল না’বলে দাবি করেছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় সাজেদ আকিল আহমেদ আদেল। ফেডারেশনের সাবেক এই সাধারণ সম্পাদক বলেছেন, ‘গ্যালারিতে বসে আমি ম্যাচটা দেখেছি। আমার মনে হয়নি খেলোয়াড়রা ম্যাচটি ছেড়ে দিয়েছে। তাদের শারীরিক সক্ষমতা ঠিক ছিল। সাধ্যমতো তারা চেষ্টাও করেছে। কিন্তু তাদের পরিকল্পনায় কিছু ভুল ছিল। আমার দৃষ্ঠিতে এটা কোচের দোষ। তিনি খেলোয়াড়দের কাছ থেকে স্বাভাবিক পারফরম্যান্স আদায় করতে পারেননি।’

অবশ্য ফেডারেশনকে অবগত না করে জিমি ও রানার ওমান লিগ খেলতে যাওয়াটার সঠিক মনে করছেন না তিনি। জানিয়েছেন, ‘ওরা তো দেশেই নিষিদ্ধ, বাইরে খেলতে যায় কি করে? ফেডারেশনকে জানায়নি। ক্লাবকেও তারা কিছু বলেনি। এটা অন্যায় করেছে তারা।’

জিমি ও রানার বিষয়টি নিয়ে সহসাই বৈঠকে বসতে যাচ্ছে হকি ফেডারেশনের নির্বাহী কমিটি। মঙ্গলবার এমনটাই জানিয়েছে সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, ‘বিষয়টি আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশনকে জানিয়েছি। আশা করছি তাদের কাছ থেকে খুব তাড়াতাড়িই একটা উত্তর পেয়ে যাবো। এরপরই আমরা নির্বাহী কমিটির বৈঠকে বসবো। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।'

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর