thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

জাবিতে আন্দোলনের মুখে টেন্ডার স্থগিত!

২০১৩ ডিসেম্বর ২৪ ২০:৪৪:০১
জাবিতে আন্দোলনের মুখে টেন্ডার স্থগিত!

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের বর্ধিত ভবন নির্মাণের টেন্ডার স্থগিত করছে প্রশাসন।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমির হোসেনকে না জানিয়ে প্রশাসন এ টেন্ডার আহ্বান করলে আন্দোলনকারী ঐক্য ফোরাম এতে বাধা দেয়। পরে আন্দোলনের মুখে প্রশাসন টেন্ডার স্থগিত করতে বাধ্য হয়।

জানা যায়, সমাজবিজ্ঞান অনুষদের বর্ধিত ভবন নির্মাণের জন্য গোপনে টেন্ডার আহ্বান করছে প্রশাসন, এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে শিক্ষকেরা সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানবিকী অনুষদ ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে গিয়ে প্রধান প্রকৌশলীকে টেন্ডার অনুষ্ঠানে বাধা দেয়। প্রায় অর্ধশতাধিক শিক্ষক টেন্ডারের বিপক্ষে অবস্থান নেয়।

আন্দোলনরত শিক্ষকদের মধ্যে ঐক্য ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী, সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান উপস্থিত ছিলেন ।

ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক মুহম্মদ কামরুল আহছান বলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং কাউকে না জানিয়ে একটি বিশেষ মহলকে সুযোগ দিতেই এই টেন্ডার আহ্বান করা হয়। এ জন্য আমরা টেন্ডার বাতিল করে দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে অবহিত করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

(দ্য রিপোর্ট/এএস/এপি/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর