thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কারা থাকবেন কেজরিওয়ালের মন্ত্রিসভায়

২০১৩ ডিসেম্বর ২৪ ২০:৫৮:১০
কারা থাকবেন কেজরিওয়ালের মন্ত্রিসভায়

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির নতুন মন্ত্রিসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টির সিনিয়র নেতারা মঙ্গলবার বৈঠকে বসছেন। এরই মধ্যে মন্ত্রিসভা চূড়ান্তও করা হয়েছে। বুধবার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করা হবে।

এদিকে নতুন মন্ত্রিসভায় কারা পদ পাবেন তা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা-কল্পনার। এরই মধ্যে ওঠে এসেছে বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় এএপি নেতার নাম।

মণীষ সিসোদিয়া

এএপি নেতা মণীষ সিসোদিয়া মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে ধারণা করা হচ্ছে। ৪১ বছর বয়সী মণীষ সাংবাদিক থেকে দুর্নীতিবিরোধী আন্দোলনকর্মী হিসেবে কাজ শুরু করেন। পরে রাজনীতির খাতায় নাম লেখান। নির্বাচনে সময় এএপির হয়ে কঠোর পরিশ্রম করেছেন তিনি।

সোমনাথ ভারতী

আইনজীবী ও দিল্লির আইআইটির সাবেক ছাত্র সোমনাথ ভারতী এএপির নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কংগ্রেস মন্ত্রী কিরণ ওয়ালিয়াকে হারিয়ে এরইমধ্যে আলোচনায় এসেছেন ৩৯ বছর বয়সী সোমনাথ।

সৌরভ ভরদ্বাজ

মাত্র ৩৪ বছর বয়সী সৌরভ ভরদ্বাজ বিজেপির ঝানু নেতা ভিকে মালোত্রার ছেলে অজয় কুমার মালোত্রাকে হারান ১৩ হাজার ভোটে। পেশার কম্পিউটার ইঞ্জিনিয়ার সৌরভ কেজরিওয়ালের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে ধারণা করছেন অনেকে।

রাখি বিড়লা

দলের তরুণ মুখ হিসেবে রাখি বিড়লার নাম বারবার আলোচনায় এসেছে। তিনি এএপির হয়ে নির্বাচনে লড়া মুষ্ঠিমেয় নারী সদস্যের একজন। শীলা দীক্ষিতের মন্ত্রিসভার সদস্য কংগ্রেসের হেভিওয়েট প্রাথী রাজকুমার চৌহানকে সাড়ে ১০ হাজার ভোটে হারান ২৬ বছর বয়সী রাখি। রাখি বিড়লা কেজরিওয়ালের মন্ত্রিসভায় ঠাঁয় পেলে তিনি হবেন নয়া দিল্লির সবচেয়ে কম বয়সী মন্ত্রী।

জার্নেল সিং

সফল ব্যবসায়ী জার্নেল সিং এএপির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্য হিসেবে এএপিতে যোগ দেওয়া সাবেক কংগ্রেস নেতা বিনোদ কুমার বিন্নির নামও শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত মন্ত্রিসভার নাম শোনার জন্য দিল্লিবাসীকে অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর