thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

চুরি ঠেকাতে সচিবালয়ে গাড়ি এন্ট্রি

২০১৩ ডিসেম্বর ২৪ ২১:৪২:৪৩
চুরি ঠেকাতে সচিবালয়ে গাড়ি এন্ট্রি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সন্ধ্যা ৬টার পর সচিবালয় থেকে গাড়িতে করে বের হতে হলে প্রধান ফটকে রাখা খাতায় গাড়ির নম্বর ও মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে। কয়েকদিন আগে সচিবালয় থেকে গাড়ি চুরি হওয়ায় তা রোধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) উপ-পরিদর্শক মো. জালাল দ্য রিপোর্টকে বলেন, এখন থেকে সন্ধ্যা ৬টার পর সচিবালয় থেকে গাড়ি নিয়ে বের হতে হলে খাতায় গাড়ির নম্বর ও মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে। সোমবার এ নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে এ নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। কয়েকদিন আগে সচিবালয় থেকে গাড়ি চুরি হওয়ায় এ নিয়ম চালু করা হয়েছে বলেও জানান তিনি।

সাধারণভাবে সচিবালয়ের অফিস সময় হচ্ছে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর‌্যন্ত।

গত ২০ ও ২১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির মধ্যে সচিবালয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৪৬২৮) চুরির ঘটনা ঘটে। মন্ত্রিপরিষদ বিভাগের গ্যারেজ থেকে ৩০/৩৫ লাখ টাকা দামের প্রায় নতুন এ মাইক্রোবাসটি চুরি হয়। গত বৃহস্পতিবার অফিস শেষে কর্মকর্তাদের বাসায় পৌঁছে দেওয়ার পর রাতে আবার গাড়িটি মন্ত্রিপরিষদ বিভাগের গাড়ি গ্যারেজে রাখা হয়। কিন্তু রবিবার সকালে গাড়িটি আর পাওয়া যায়নি।

এর আগে গত ৩ ডিসেম্বর ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করে মাইক্রোবাসে করে নথিপত্র নিয়ে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর