thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাকিস্তানের পরমাণু প্রকল্পে সাড়ে ৬ বিলিয়ন ডলার দেবে চীন

২০১৩ ডিসেম্বর ২৪ ২১:৫২:৩৬
পাকিস্তানের পরমাণু প্রকল্পে সাড়ে ৬ বিলিয়ন ডলার দেবে চীন

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি পরমাণু প্রকল্পে সাড়ে ৬ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে চীন। পাকিস্তানি সরকারের সূত্রে এ খবর জানিয়েছে রয়টার্স।

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ করাচিতে ৯.৫৯ বিলিয়ন ইউএস ডলারের একটি পরমাণু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রয়টার্স জানায়, একটি অর্থনৈতিক দলিলে দেখা গেছে সিএনএনস (চীনা ন্যাশনাল নিউক্লিয়ার কোঅপারেশন) প্রত্যেকটি ১১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি রিঅ্যাক্টরে সাড়ে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেছে।

উভয় দেশের জ্বালানি শক্তি দলের দুই সদস্য ও তিনটি সূত্র একটি চুক্তির কাছাকাছি রয়েছে। তবে এ ব্যাপারে সিএনএনসি’র কোনো মন্তব্য নিতে পারেনি রয়টার্স।

পাকিস্তান আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান আনসার পারভেজ বলেন, ‘পাকিস্তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণসহ পরমাণু প্রকল্প চালানোর ক্ষমতার ব্যাপারে চীনের পূর্ণ বিশ্বাস রয়েছে।’

পারভেজ পরমাণু প্রকল্পে অর্থ সংস্থানের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। তবে ২০১৯ সাল নাগাদ এতে অর্থ সংস্থান শেষ হবে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানে বর্তমানে চলমান সকল পারমাণবিক রিঅ্যাক্টরগুলোর সম্মিলিত বিদ্যুতের চেয়েও এই দুটি রিঅ্যাক্টরে বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে বলেও তিনি জানান।

পরমাণু মন্ত্রণালয়ের দুটি সূত্র জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে চীন আড়াই লাখ ইউএস ডলার ইনস্যুরেন্স প্রিমিয়াম ছাড় দেবে।

পাকিস্তানে বর্তমানে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু দেশটিতে বিদ্যুত উৎপাদনের মোট পরিমাণ ১১ হাজার মেগাওয়াট। দেশটি ২০৫০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর