thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কলকাতায় কিশোরীকে অপহরণের পর গ্যাং-রেপ

২০১৩ ডিসেম্বর ২৪ ২২:০৪:৪৪
কলকাতায় কিশোরীকে অপহরণের পর গ্যাং-রেপ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের কলকাতায় রবিবার রাতে তের বছরের এক কিশোরীকে অপহরণের পর গ্যাং-রেপ করেছে তিন ব্যক্তি। বড়দিনকে সামনে রেখে কড়া নিরাপত্তার মধ্যেই পার্ক স্ট্রীট থেকে ওই কিশোরীকে অপহরণ করে চলন্ত একটি ট্যাক্সিতে গ্যাং-রেপ করে ওই ব্যক্তিরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ট্যাক্সির চালকসহ ওই ব্যক্তিরা চার ঘণ্টার বেশি সময় ধরে কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালায়। এর ফলে ওই এলাকায় নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।

নির্যাতনের শিকার ওই কিশোরী পার্ক স্ট্রিটের কাছে ফুটপাতে থাকত। শীত থেকে রক্ষা করতে কিশোরীটির মা কয়েক দিন ধরে তাকে বেসরকারি সংস্থা পরিচালিত শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো শুরু করে। কিন্তু ঘটনার রাতে এক ব্যক্তি কিশোরীটিকে গরম খাবারের লোভ দেখিয়ে তুলে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, কিশোরীটি বেসরকারি সংস্থার আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মো. আনোয়ার (৩২) নামের এক ব্যক্তি তাকে থামিয়ে খাবার দেয়। এ সময় অনোয়ার তাকে বড়দিনের আরও উপহার দেওয়ার লোভ দেখিয়ে অপেক্ষা করতে বলে।

এ ঘটনার মামলার এজহারে বলা হয়েছে, ওই যাত্রীসহ আগে থেকে ঠিক করে রাখা ট্যাক্সিতে করে কিশোরীটিকে নিয়ে যায়। এরপর গাড়িটি চলা শুরু করলে ওই অভিযুক্ত ব্যাক্তিরা তাকে রেপ করে। এদিকে কিশোরীটি পুলিশের কাছে অভিযোগ করেছে, ট্যাক্সির চালকও রেপে অংশ নিয়েছে।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০০৮ সালের তুলনায় বর্তমানে কলকাতায় ধর্ষণের সংখ্যা দ্বিগুণ ও নারী নিপীড়নের ঘটনা তিনগুণ হয়েছে। অন্যদিকে নারীর প্রতি সহিংসতার ঘটনায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।

এর আগে দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়ার পর ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

(দ্য রিপোর্ট/আদসি/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর