thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন শনিবার

২০১৩ ডিসেম্বর ২৫ ০২:৩০:৫২
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন শনিবার

দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন শনিবার ঢাকায় আসছেন। বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের দশম বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র মতে, চীনের পক্ষ থেকে বৃহস্পতি ও শুক্রবার লিউ ঝেনমিনের সফর প্রস্তাব করা হয়। কিন্তু বাংলাদেশের অনুরোধে তার সফরের সময় পিছিয়ে শনি ও রবিবার নির্ধারণ করা হয়।

শনিবার দুপুরে ঢাকায় পৌঁছাবেন লিউ ঝেনমিন। সন্ধ্যায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এ ছাড়া সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন চীনা সহকারী পররাষ্ট্রমন্ত্রী। দুদিনের সফর শেষে রবিবার বাংলাদেশ ছাড়বেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে ঝেনমিন বাংলাদেশের জন্য বিশেষ কোনো বার্তা নিয়ে আসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নয়া সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকা সফর করেছেন। এখন নির্বাচন সামনে রেখে আসছেন এশিয়ার অন্যতম পরাশক্তি চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

(দ্য রিপোর্ট/জেআইএল/এমএআর/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর